Google Adsense থেকে নিশ্চিত আয় করে চলেছেন অনেক বাংলাদেশি পাবলিশার। বর্তমান সময়ে Google Adsense থেকে আয় করা প্রধান মাধ্যম হিসেবে সবার কাছে জনপ্রিয় হচ্ছে Youtube. কিন্তু Youtube এর নতুন নিয়োম কানুনের কারণে অনেকে Youtube শুরু করতে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার অনেক কারণ ও আছে, এই নিয়োমের ফলে অনেক ক্রিয়েটোর তাদের টার্গেট ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং ১ হাজার সাবক্রাইবার পুরন করেও Adsense Account Approval পেতে অনেক দেরি হচ্ছে। যদি ও Adsense Account এপ্লাই করার সময় তারা বলে থাকেন সর্বচ্চ ৭২ ঘন্টার মধ্যে তারা তাদের সিন্ধান্ত জানাবেন কিন্তু মাস পেরিয়ে গেলেও তাদের আর কোনো খবর থাকে না। তাই অনেকেই Youtube থেকে হতাশ হয়ে ফিরে যেতে চান।
এদিকে Web Adsense সবার কাছে প্রিয় হলেও এই ধরনের Non-Hosted Adsense Account পাওয়া টা আরো অনেক বেশি কঠিন তাই Youtube তুলনা মুলক সহজ হয়ায় সবাই এই প্লাটফরটিকে তাদের কেরিয়ার / পেশা হিসেবে গ্রাহন করতে চায়। আপনি যদি Youtube ভিডিও সম্পুর্ণ ফ্রী তে প্রোমোট করতে চান তাহলে কিনতে পারেন আমাদের Youtube ট্রিক্সটি এখান থেকে।
বর্তমান সময়ে সবচেয়ে সহজ উপায়ে Google Adsense -একাউন্ট পাওয়ার উপায় হচ্ছে Google AdMob এবং এখানে যেহেতু Account Approval পাওয়ার জন্যে কনো প্রকার অপেক্ষা করতে হয় না তাই Google Ad Mob প্লাটফর টি সবার কাছে অনেক জনপ্রিয় বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্থানে। আমাদের দেশে কয়েক মাস ধরে জনপ্রিয়তা পেয়েছে এই Google AdMob । অনেকে অনেক ধরনের App তৈরি করে অনেকে অনেক ভাবে VPN ক্লিক করে আয় করতেছেন। গেলো মাস থেকে (ফেব-২০১৮) Google এই ধরনের একাউন্ট ধারিদের একাউন্ট ডিজেবল করে দিচ্ছে গুগোল। শুধু তাই নয় যাদের Apps Google PlayStore আপলোড করা নেই কিন্তু সেই Apps থেকে আয় করতেছেন তাদের AddMob একাউন্টগুলো গুগল ডিজেবল করে দিচ্ছে।
তাই অনেক পাবলিশারের জরুরী হয়ে পরেছে একটি Google Play Console -একাউন্ট খুলার কিন্তু সবার কাছে ইন্টারন্যাশনাল মাষ্টার কার্ড না থাকায় অনেকেই ইচ্ছা থাকার শর্তেও Google Play Console -একাউন্ট খুলতে পারেন না। তাই এই সকল পাবলিশারদের কথা ভেবে অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) আপনার জন্যে নিয়ে আসেছে Google Play Console -একাউন্ট মাত্র ৫ হাজার টাকায়। আপনি যদি Google Play Console -একাউন্ট খুলতে সমস্যা বধ করেন এবং পুর্ব-প্রস্থুত Google Play Console -একাউন্ট কিনতে চান তাহলে আর দেরি না করে এখুন যোগাযোগ করুন এখান থেকে।