নীতিমালা

অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) -এর নীতিমালা

প্রথম  পরিবর্তনঃ  ০১ জানুয়ারি ২০১৮ ইং

সর্বশেষ পরিবর্তনঃ  ০১ জানুয়ারি ২০২৪ ইং

বাংলাদেশে বাংলা ভাষার প্রথম ও একমাত্র হাই পেইড ট্রিক্স ব্লগে আপনাকে স্বাগতম। অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) ব্লগে নিবন্ধন এবং ট্রিক্স ক্রয় করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) ব্লগে নিবন্ধন এবং ট্রিক্স ক্রয় করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা ও ব্যবহারবিধি’ পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

বিক্রয়কৃত / প্রকাশিত সকল ট্রিক্স  আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) বহন করে না।

১. নিবন্ধন সংক্রান্ত

  • ১.০১ অনলাইন এডুকেশন এইড বাংলা ব্লগে নিবন্ধন অবশ্যই সঠিক বা সত্য তথ্য দিয়ে করতে হবে। প্রয়োজনে আপনার দেওয়া নিবন্ধন তথ্য ম্যানুয়ালি ভেরিফাই করা হবে।
  • ১.০২ সকল তথ্য মূল ভাষা অবশ্যই বাংলায় অথবা ইংরেজিতে লিখতে পারেন।

২. ট্রিক্স ক্রয় সংক্রান্ত

  • ২.১ যেহেতু বাংলাদেশে ডিজিটাল পন্য বাই/সেল করার তেমন কনো নির্দিষ্ট আইন নেই তাই ট্রিক্স কেনার ক্ষেত্রে আমাদের শর্ত মেনে চলতে হবে।
  • ২.২ ট্রিক্স ভিডিও কিংবা অডিও (বাই মোবাইল কল) এর মধ্যমে প্রদান করা হয়ে থাকে ।
  • ২.৩ ট্রিক্স ক্রয়ের পর পরেই যদি কাজ না করে বা বন্ধ হয়ে যায় তাহলে অনলাইন এডুকেশন এইড বাংলা এই ক্ষেত্রে কোনো দায় বহন করবে না।
  • ২.৪ ট্রিক্স ক্রয় এর ক্ষেত্রে কোন প্রকার এক্সচেন্স বা টাকা ফেরত দেওয়া হবে না।
  • ২.৫ ট্রিক্স যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে ও অনলাইন এডুকেশন এইড বাংলা কোনো দায় বহন করে না।
  • ২.৬ ট্রিক্স ক্রয় করা একান্তই আপনার নিজের ব্যাপার এবং অনলাইন এডুকেশন এইড বাংলা কোনো ক্রেতাকে কোনো ভাবে ট্রিক্স ক্রয়ের ক্ষেত্রে জোড় করে না।
  • ২.৭ ট্রিক্স বিক্রয়ের ক্ষেত্রে অনলাইন এডুকেশন এইড বাংলা যে কোনো প্রকার অনলাইন মার্কেটিং করতে পারে এবং অনলাইন এডুকেশন এইড বাংলা যে কোনো ট্রিক্স প্রমাণ দেওয়ার পরেই ক্রেতার কাছে হ্যান্ড অভার করে থাকে। তাই  যা যাচাই বাচাই করার দায়িত্ব একান্তই ক্রেতার নিজের।
  • ২.৮ একবার ট্রিক্স হ্যান্ড অভার করার পরে আর কোনো পরার অভিযোগ গ্রহণ করা হবে না।
  • ২.৯ অনলাইন এডুকেশন এইড বাংলা কখনই কর্পরেট সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে অংগিকার বদ্ধ নয়। অনলাইন এডুকেশন এইড বাংলা চাইলে তাদের ক্রেতা কে সাপোর্ট দিতেও পারে আবার নাও দিতে পারে, সেটি অনলাইন এডুকেশন এইড বাংলা বিবেচনার উপর নির্ভর করে।
  • ২.১০ ট্রিক্স ক্রয়ের ক্ষেতে ক্রেতা কে অনলাইন এডুকেশন এইড বাংলা সকল শর্ত মেনে একটি ভিডিও স্বীকার উক্তি দেওয়া আবশ্যক ।
  • ২.১১ ক্রেতা যদি কোনো ক্রিপ্টোকারেন্সি যেমন বিট কয়েন, লাইট কয়েন, এথিরিয়াম ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে থাকেন  সেই ক্ষেত্রে ভিডিও স্বীকার উক্তি দেওয়া আবশ্যক নহে।
  • ২.১২ ক্রেতা যদি পেমেন্ট সাধারন ব্যাংক কিংবা মোবাইল ব্যাংক অথবা বাংলাদেশে সরকার বৈধতা দেয় এমন পেমেন্ট গেটওয়ে (নেটেলার, পেয়জা, পাইওনিয়ার, স্ক্রিল, জুম-পেপাল) মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও স্বীকার উক্তি দেওয়া আবশ্যক।

বাংলাদেশের প্রচলিত আইন আনুসারে অনলাইন এডুকেশন এইড বাংলা এক বা একাধিক নীতিমালা ক্রেতাকে আগাম কোনো নটিফিকেশন না দিয়েই যে কোনো সময় পরিবর্তন/পরিবর্ধন বা অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৩. ডিজিটাল মার্কেটিং সেবা সংক্রান্ত

  • ৩.১ অনলাইন এডুকেশন এইড বাংলা সর্বদা ডিজিটাল মার্কেটিং সেবাতে এক ধাপ এগিয়ে এবং তাদের মধ্যে ফেসবুক, গুগোল, টুইটার এবং বিং (মাইক্রসফট) মার্কেটিং উল্লেখ যগ্য ।
  • ৩.২ অনলাইন এডুকেশন এইড বাংলা পাবলিক প্রমোশন এবং এড আকাউন্ট বিক্রয় করে থাকে।
  • ৩.৩ এড আইডি বিক্রয় করার পরে পরেই তা সাস্পেন্ড কিংবা ভেরিফিকেশনে পাঠালে সেই দায় অনলাইন এডুকেশন এইড বাংলা বহন করে না ।
  • ৩.৪ এড আইডি বিক্রয়ের ক্ষেতে অনলাইন এডুকেশন এইড বাংলা কোনো প্রকার টাকা ফেরত প্রদান করে না।
  • ৩.৫ এড আইডি ক্রয়ের ক্ষেতে সমস্ত দায় ক্রেতার উপর বর্তাবে ।
  • ৩.৬ এড আইডি বিক্রয়ের পরে কোনো প্রকার আভিযোগ গ্রহন করা হবে না ।
  • ৩.৭ এড আইডি ফেসবুক, গুগোল, টুইটার এবং বিং (মাইক্রসফট) এর এড ম্যানেজারকে বুঝানো হয়েছে ।

বাংলাদেশের প্রচলিত আইন আনুসারে অনলাইন এডুকেশন এইড বাংলা এক বা একাধিক নীতিমালা ক্রেতাকে আগাম কোনো নটিফিকেশন না দিয়েই যে কোনো সময় পরিবর্তন/পরিবর্ধন বা অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৪. গুগল এডসেন্স ক্রয় সংক্রান্ত

  • ৪.১ গুগল এডসেন্স একাউন্ট ক্রয়/বিক্রয় গুগোল নীতিমালা বিরধী এবং অনলাইন এডুকেশন এইড বাংলা গুগল এডসেন্স একাউন্ট সহযোগিতার দৃষ্টিতে বিক্রয় করে থাকে।
  • ৪.২ গুগল এডসেন্স একাউন্ট ক্রয়ের পরে যে কোনো কারনে সাসপেন্ড হলে অনলাইন এডুকেশন এইড বাংলা কোনো দায় বহন করে না।
  • ৪.৩ গুগল এডসেন্স একাউন্ট ক্রয়ের ক্ষেত্রে টাকা ফেরত বা এক্সচেন্স কে অনলাইন এডুকেশন এইড বাংলা সমর্থন করে না ।
  • ৪.৪ গুগল এডসেন্স একাউন্ট ক্রয়ের দায় ক্রেতার নিজের ।

বাংলাদেশের প্রচলিত আইন আনুসারে অনলাইন এডুকেশন এইড বাংলা এক বা একাধিক নীতিমালা ক্রেতাকে আগাম কোনো নটিফিকেশন না দিয়েই যে কোনো সময় পরিবর্তন/পরিবর্ধন বা অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৫. ওয়েব ট্রাফিক ক্রয় সংক্রান্ত

  • ৫.১ অনলাইন এডুকেশন এইড বাংলা ওয়েব সাইট ট্রাফিক বিক্রয় করে থাকে প্রতি হাজার ট্রাফিকের জন্য নুন্যতম ২০০ টাকা বা সমমান অন্য কারেন্সি নিয়ে থাকে।
  • ৫.২ অনলাইন এডুকেশন এইড বাংলা কখইন ক্রেতার ট্রাফিক এনালাইসেস কে সমর্থন করে না এবং অনলাইন এডুকেশন এইড বাংলা ফেসবুক বিত্তিক ওয়েব ট্রাফিক দিয়ে থাকে তাই অনলাইন এডুকেশন এইড বাংলা সর্বদা ফেসবুক ট্রাফিক এনালাইসিস কে সমর্থন করে ।
  • ৫.৩ অনলাইন এডুকেশন এইড বাংলা কখইন পর্ণগ্রাফি / ড্রাগ / গেমলিং ওয়েব সাইটের জন্য ট্রাফিক জেনারেট করে না।

৬. মাষ্টার কার্ড ক্রয় সংক্রান্ত

  • ৬.১অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) এক বা একাধিক অনলাইন পেমেন্ট প্রদানের জন্য ভার্চুয়াল মাষ্টার কার্ড প্রদান করে থাকে।
  • ৬.২ ভার্চুয়াল মাষ্টার কার্ড কোনোভাবেই ফেরত যগ্য নহে, সেই সাথে ক্রেতাদের আবগতির জন্য জানানো জাচ্ছে যে ভার্চুয়াল কার্ডের মুল্য ফেরত যগ্য নহে।
  • ৬.৩ ভার্চুয়াল মাষ্টার কার্ড কোনো কারনে কোনো পেমেন্ট গেটওয়ে সাস্পেন্ড করলে ক্রেতা অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) টিমের সাথে যোগাযোগ করে সেই কার্ড হাফ / অর্ধেক মুল্য প্রদান করে রিপ্লেস করাতে পারেন।
  • ৬.৪ ভার্চুয়াল মাষ্টার কার্ড ক্রেতা কখন কথায় কিভাবে ব্যাবহার করবেন তা একান্ত ক্রেতার নিজের বিষয় এবং ইনভ্যালিড কার্য-ক্রমের জন্য অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) কোনোভাবেই দায়ি থাকবে না।

বাংলাদেশের প্রচলিত আইন আনুসারে অনলাইন এডুকেশন এইড বাংলা এক বা একাধিক নীতিমালা ক্রেতাকে আগাম কোনো নটিফিকেশন না দিয়েই যে কোনো সময় পরিবর্তন/পরিবর্ধন বা অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৭. ভেফিভাইড নেটেলার একাউন্ট ক্রয় সংক্রান্ত

  • ৭.১ অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) এক বা একাধিক অনলাইন পেমেন্ট প্রদানের জন্য ভেরিফাইড নেটেলার একাউন্ট কিক্রয় করে থাকে।
  • ৭.২ ভেরিফাইড নেটেলার একাউন্ট ক্রয়ের পরে এবং হাতে নেওয়ার আগে যাচাই বাচাই করে নিন। ক্রেতার হাতে একবার একাউন্ট প্রদান করা হয়ে গেলে অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) সেই একাউন্টের কোনো দায় বহন করে না।
  • ৭.৩ নেটেলার একটি গ্লবাল মানি ট্রানফার কম্পানি এবং অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) শুধু মাত্র কিছু নমুনা পত্র প্রদান করে নেটেলার একাউন্ট ভেরিফাইড করে থাকে। তাই এই একাউন্ট যে কোনো সময় বন্ধ করে দিতে পারে নেটেলার টিম। তাই অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) থেকে ক্রয়কৃত ভেরিফাইড নেটেলার একাউন্ট সময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে তার দায় অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) বহন করে না।
  • ৭.৪ ভেরিভাইড নেটেলার একাউন্ট ক্রয়ের দায় সম্পুর্ণ ক্রেতার এবং অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) কখনই টাকা ফেরত বা এক্সেন্স করে না।

বাংলাদেশের প্রচলিত আইন আনুসারে অনলাইন এডুকেশন এইড বাংলা এক বা একাধিক নীতিমালা ক্রেতাকে আগাম কোনো নটিফিকেশন না দিয়েই যে কোনো সময় পরিবর্তন/পরিবর্ধন বা অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৮. রিফান্ড সংক্রান্ত

  • ৭.১ অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) -এ একবার কোনো সেবার জন্যে পেমেন্ট করলে এবং যদি সেই সেবা গ্রহণ না করে ১ ঘন্টার মধ্যে অর্ডার বাতিল করেন তাহলে গ্রাহক ৯০% টাকা পেরত পাবেন ।
  • ৭.২ গ্রাহক অর্ডার করার পরে যদি একবার তার প্রাপ্প ডাটা পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কোন ভাবেই রিফান্ড হবে না ।

বাংলাদেশের প্রচলিত আইন আনুসারে অনলাইন এডুকেশন এইড বাংলা এক বা একাধিক নীতিমালা ক্রেতাকে আগাম কোনো নটিফিকেশন না দিয়েই যে কোনো সময় পরিবর্তন/পরিবর্ধন বা অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৯. নীতিমালার পরিবর্তন

  • ৯.১অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) বহন করে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই এ পরিবর্তন সাধিত হবে। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

অনলাইন এডুকেশন এইড বাংলা (OEAB) এই নীতিমালা অফলাইন ক্রেতাদের ক্ষেত্রে প্রজয্য হবে। অফলাইন নীতিমালা হিসেবে ব্যাবহার করতে উক্ত পেজ টি প্রিন্ট করে পেজের নিচে ক্রেতার সাক্ষর এবং অনলাইন এডুকেশন এইড বাংলা পরিচালক সাক্ষর এবং সিল প্রদান করবেন। ক্রেতার জাতীয় পরিচয় পত্রের কিংবা পাসপর্টের ফোটোকপি সংযজন করা আবশ্যক হবে।